ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুরখাইয়ের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আবুল খায়ের (৬০) ও ছেলে ফরহাদ হোসেন (২০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকেলে হাসপাতালে আনার পর দুজন মারা গেছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিনজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, আবুল খায়েরের সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার ওই জমির মাপ দেওয়াকে কেন্দ্র করে কামাল মিয়া সহযোগিদের নিয়ে আবুল খায়েরের ওপর হামলা করে। হামলায় বাবা-ছেলেসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএইচ