বাংলা৭১নিউজ, ঢাকা: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গুলশান-১ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ২০ নম্বর প্লটটি বহুদিন ধরে ভোগ দখল করে আসছিলেন কুতুবউদ্দিন।
১০ কাঠার ওই প্লটে নাজমুল ইসলাম সাঈদের নামে একজনকে জমির একটি পক্ষ বানিয়ে তা নিজের নামে করে নেয়ার জন্য গুলশান সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেন কুতুবউদ্দিন।
এর পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুবউদ্দিন ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
বাংলা৭১নিউজ/জেএস