বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অধিগ্রহনকৃত জমির উপর থাকা বসত বাড়ীসহ বিভিন্ন স্থাপনার ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। রবিবার সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বলেন, ভেড়িবাঁধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের ৩৫/৩ পোল্ডারের ৫টি পরিবারের জমি অধিগ্রহণ করা হয়। এসময় ভেড়িবাঁধ নির্মান করতে থাকা চায়না হেনান ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোঃ লিঃ অধিগ্রহনকৃত ওই জমি থেকে ভেড়িবাঁধ নির্মান শুরু করে। পরে তারা ওই জমিতে থাকা ৫টি পরিবারের বসত ঘর ভেঙ্গে ফেললও ক্ষতিগ্রস্ত ওই জমির মালিকরা কোন ধরনের ক্ষতিপূনর পায়নি। এসময় তারা অধিগ্রহণকৃত জমির উপর থাকা বসত ঘরের ক্ষতিপূরনের দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইদ্রিস আলী তালুকদার, জসিম হাওলাদার, হেমলা খাতুন, সেলিম তালুকদার, গোলাম মোস্তাফা প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসি বিক্ষোভ মিছিল বের করে বড় বাঁশবাড়িয়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বাংলা৭১নিউজ/জেএস