বাংলা৭১নিউজ, ঢাকা: জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর খিলগাঁওয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের জমির এক প্রহরী নিহত হয়েছে। নিহত প্রহরীরর নাম আবদুস সাত্তার (৪৫)। তার বাড়ি চাঁদপুর জেলায়।
সংঘর্ষে আহত হয়েছে আরও ৪ জন। আহতরা হলেন, ইকবাল হোসেন (৪২), মোস্তফা (৪৫), আলমগীর হোসেন (৩৮), কামাল হোসেন (৫২)। এদের মধ্যে ইকবাল হোসেনের (৪২) অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রহরী মারা যান।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় ঢামেক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন মানুষের জায়গায় জোরপূর্বকভাবে নিজস্ব প্রহরী ও মাস্তান বসিয়ে দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম