শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে চিঠি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ পূজামণ্ডপে থাকবে দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী এইচএসসির ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে আ.লীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার, ৯২টি গুলি ব্যবহারের স্বীকারোক্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৮২তম সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বিবাদ-বিদ্বেষ নয়, জাতীয় সংহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: নুর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২ ১০ বছরের আক্ষেপ মিটিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের টাইম ম্যাগাজিনের ‘হানড্রেড নেক্সট’ তালিকায় উপদেষ্টা নাহিদ এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে ব্যবস্থা সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল ডিসি নিয়োগে লেন‌দে‌নের অভিযোগ তদন্তের নি‌র্দেশ, দা‌য়ি‌ত্বে ৩ উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান আবু সাঈদ হত্যা মামলায় ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

জমজমাট লড়াইয়ে ড্র আর্সেনাল-বায়ার্ন ম্যাচ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফল বের হয়নি কোনো ম্যাচে। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। লন্ডনে ২-২ গোলে সমতায় শেষ হয় আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের লড়াই। সান্তিয়াগো বার্নাব্যুর মতো এমিরেটস স্টেডিয়ামেও জমজমাট লড়াইয়ে কেউ কাউকে জিততে দেয়নি।

ঘরের মাঠে আর্সেনাল শুরুতে এগিয়ে যায়। পরে বায়ার্ন ফেরায় সমতা। অতিথিরা এরপর এগিয়ে গেলে চাপে পড়ে আর্সেনাল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় স্বাগতিকরা। তাতে ড্র হয় দুই দলের জমজমাট লড়াই।

হ্যারি কেইনের জন্য এই ম্যাচ ছিল বাড়তি উন্মাদনার। কেননা ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। লন্ডনে ফেরার ম্যাচে কেইন গোল করে দর্শকদের আনন্দে ভাসান। প্রথমার্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে তার গোলে বায়ার্ন লিড নেয়। এর আগে দুই দলের লড়াই ১-১ সমতায় ছিল।

অতিথিদের চাপে রেখে ম্যাচের ১২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। বক্সের ভেতরে বল পেয়ে বাম পায়ের বাঁকানো নিচু শটে গোল করেন ইংলিশ উইঙ্গার। স্বাগতিকরা লিড ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৬ মিনিটেই বায়ার্ন গোল করে সমতা ফেরায়। লেরয় সানের বাড়ানো পাস থেকে দারুণ স্লাইডে গোল করেন জিনাব্রি।

এরপরই ম্যাচের ৩২ মিনিটে কেইনের ওই গোল। রক্ষণের ভুলে ৩২ মিনিটে বায়ার্ন পেনাল্টি পায়। সফল স্পট কিকে আর্সেনালের বিপক্ষে নিজের ১৫তম গোল করেন ইংলিশ সুপারস্টার। সব মিলিয়ে বায়ার্নের হয়ে এটি তার ৩৯তম গোল।

এরপর শুরু হয় আর্সেনালের ম্যাচে ফেরার লড়াই। একাধিক সুযোগ তারা তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ডদের সুযোগ হাতছাড়ায় অপেক্ষা করতে হচ্ছিল স্বাগতিক দর্শকদের। বায়ার্নের রক্ষণ ভাঙার কাজটাও সহজ ছিল না তাদের জন্য। তবে ৭৬ মিনিটে দলের হয়ে প্রায় অসাধ্য কাজটা করে দেন লেয়ান্দ্রো ট্রোসার্ড। দুর্দান্ত দলগত আক্রমণ থেকে গোল করেন ট্রোসার্ড। তাতে  হাফ ছেড়ে বাঁচে আর্সেনাল।

যদিও নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি পেনাল্টির জোরাল আবেদন করে আর্সেনাল। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার সাকাকে ফেলে দিলে স্বাগতিকরা পেনাল্টি চায়। কিন্তু রেফারি ওই আবেদনে কোনো সাড়া দেননি। তাতে অমীমাংসিত থাকে দুই দলের দ্বৈরথ।

দ্বিতীয় লেগ হবে এক সপ্তাহ পর। ওই ম্যাচেই নির্ধারণ হবে কে পাবে সেমি ফাইনালের টিকিট। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com