বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি জনসভাস্থলে আসেন। জনসভাস্থলে এসেই তিনি ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড়মাঠ) এই জনসভা শুরু হয়।
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও এসেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চাঙা হয়ে উঠেছে ঠাকুরগাঁও আওয়ামী লীগ। ইতোমধ্যে জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী বিশেষ হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান।
বাংলা৭১নিউজ/জেএস