বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জীবন বাজি রেখে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। তাই জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা দরকার।
তিনি সোমবার বিকেলে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাউলীবেড়ায় কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী প্রচারনা সমাবেশে এ কথা বলেন। কাজী আহসান উল্লাহ উজ্জলের সভাপতিতে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য স্থপতি নিলুফার জাফর উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন,সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, যুবলীগ সভাপতি শেখ সাহিন,সাবেক চেয়ারম্যান কাজী রওশন কবির,সদরপুর,চরভদ্রাসন এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে কাজী জাফর উল্লাহর পিতামাতার কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারনা শুরু করেন।লোকে লোকারন্য সমাবেশে তিনি আরও বলেন,আমার চাওয়া পাওয়ার কিছুই নেই,আল্লাহ আমাকে যা দিয়েছে তাই যথেষ্ঠ।যারা এখানে এসেছেন আমার ভাইয়েরা তারা প্রকৃত শেখ হাসিনার সৈনিক। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে বানের জলের মত সব কিছু উড়ে যাবে।
এর আগে বিভিন্ স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রংবেরংয়ের ফেস্টুন প্লাকার্ড নিয়ে মাঠে পৌছলে মূহুর্মূহ শ্লোগানে সমাবেশ স্থল প্রকম্পিত হয়ে উঠে। এ সময় কাজী জাফর উল্লাহ হাত নেড়ে জনগনের শুভেচ্ছার জবাব দেন। উন্নয়নের স্বার্থে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। এ্ সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস