বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কুরআন সুন্নাহর আলোকে দুআ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা বিষয়ক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জের ফুড অফিস সংলগ্ন কোর্টবাগান এলাকায় সাবেক পৌর মেয়র এর উদ্যোগে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
মহাসম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোহরাব আলীসহ অন্যরা। সম্মেলনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা বিষয়ে সকলকে সোচ্চার থাকার আহবান জানান। এ ব্যাপারে সকলকে সোচ্চার হবার আহবান জানান বক্তারা।মহাসম্মেলনে ইমাম, মাশায়েক ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস