বাংলা৭১নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ ভোর থেকে গ্রামের সেলিম ও তার চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘিরে রেখেছে। অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের র্যাবের মেজর মনির আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি সন্দেহে সেলিম ও প্রান্ত রহমানের বাড়ি ঘিরে রেখেছে।
কখন অভিযান শুরু হবে এবং ভেতরে জঙ্গি আছে কি না- সে বিষয়ে কিছু বলতে পারেননি। তবে বাড়ি দুটির মধ্যে বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে জানান মেজর মনির আহমেদ।
বাংলা৭১নিউজ/এম