বাংলা৭১নিউজ, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা, অস্ত্র ও সুইসাইডাল ভেস্টসহ ৩ নারীকে আটক করা হয়েছে। সেখান থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বোমা, অস্ত্র ও সুইসাইডাল ভেস্টসহ তিন নারীকে আটক করা হয়েছে।
জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে, শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।
পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ২টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী।
বাড়িটি থেকে দুই শিশুকে উদ্ধার এবং ৩ নারীকে আটক করা হয়। এদের মধ্যে একজন নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানান পুলিশ।
৬ মাস আগে ভেড়ামারা শহরের এই বাড়িটি নব্য জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথী দর্জি ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয় বলে জানান মালিক নাসিমা বেগম।
বাংলা৭১নিউজ/জেএস