বাংলা৭১নিউজ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম।
আজ সকাল থেকে তারা মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার একটি দোতলা ভবন ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের একটি একতলা বাড়ি ঘিরে রাখে। ওই বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল জানান, জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বড়হাট এলাকার লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের দোতলা বাড়ি ও সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি একতলা বাড়ি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।
বাড়ি দুটি ঘিরে ফেলার পর ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও গ্রনেড ছোড়া হয়। এ সময় বাইরে থেকে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে শ্রীমঙ্গল র্যাব-৯-এর সদস্যরা যোগ দিয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস