বাংলা৭১নিউজ,প্রতিনিধি: জঙ্গিরাণী খালেদা জিয়া ডানে রাজাকার বায়ে রাজাকার ও সামনে ’৭১-এর খুনি এবং পেছনে ’৭৫ এর খুনিদের রেখে গণতন্ত্রের ওড়না পেঁচানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কুষ্টিয়ার খোকসা উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসস্ট্যান্ডের এক সমাবেশে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, একবার রাজাকারদের সরকার আসবে আবার মুক্তিযোদ্ধাদের সরকার আসবে এই মিউজিক্যাল চেয়ার খেলা বন্ধ চাই। রাজাকারমুক্ত রাজনৈতিক মাঠ চাই, যাতে আর রাজাকাররা সরকার গঠন করতে না পারে।
হাসানুল হক ইনু বলেন, জঙ্গি নির্মূলের যুদ্ধের মধ্যেই ২০১৮ সালে নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনও একটি যুদ্ধ। এই নির্বাচনে জঙ্গি রাজাকারদের অংশগ্রহণ বন্ধ করতে হবে।
খালেদা জিয়ার ছায়া সরকারের প্রস্তাবকে ঝাপসা সরকার বলে মন্তব্য করে তিনি বলেন, ঝাপসা সরকার মানেই অস্বাভাবিক সরকার। আমি এই ঝাপসা সরকার ও সামরিক সরকার চাই না।
এর আগে দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামের বাড়িতে এক পথসভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন নিহত চেয়ারম্যানের স্ত্রী নূরজাহান বেগম।
বাংলা৭১নিউজ/জেএস