বাংলা৭১নিউজ, ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জঙ্গিবাদ সংশ্লিষ্ট মামলাগুলো সঠিকভাবে দেখভালের জন্য আইন মন্ত্রণালয় থেকে একটি সেল গঠন করা হবে।’
তিনি বলেন, ‘জেলা প্রশাসকেরা যদি মনে করেন এ ধরনের মামলার বিচারের জন্য প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তাহলে তখনই সেলকে জানাতে পারবেন। সেল থেকে এ বিষয়ে সহযোগিতা করা হবে।’
শুক্রবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই চেষ্টায় আমাদের সকলের শরিক হতে হবে। এই চেষ্টা সফলে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।’
সরকারি সম্পদ রক্ষায় অ্যাটর্নি সার্ভিসের বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ বিষয়ে আজকে কিছু বলিনি, সময় সংক্ষিপ্ত তাই বলা হয়নি। তবে এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। একবারে এই সার্ভিস করা যাবে না।
অন্তত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিন্তাভাবনা রয়েছে। সেটির সাফল্য ও ত্রুটি-বিচ্যুতি দেখে পর্যায়ক্রমে অগ্রসর হতে হবে।’
বাংলা৭১নিউজ/আরএন