বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর গুলশানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে বনানী থানার ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলাম নিহত হয়েছেন।
গুলশানের পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার আশরাফুল করিম ওসি সালাউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, হলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় বনানী থানার ওসি সালাউদ্দিন আহত হন।
পরে তিনি হাসপাতালে মারা গেছেন।
অন্যদিকে রবিউল ইসলামের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা বলছে এছাড়া আরো অন্তত ত্রিশজন পুলিশ সদস্য ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যারা বোমা ও গুলিতে আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি