বাংলা৭১নিউজ,(মাগুরা)প্রতিনিধি: মাগুরার শালিখায় অন্তর (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার হরিশপুর গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অন্তর একই উপজেলার দেশমুখ পাড়া গ্রামের তাইজুল শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে। অন্তর ইজিবাইক চালাতেন। তার ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জঙ্গলের মধ্য থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয় এবং সেখান থেকে একটি রক্তমাখা ধারালো দেশীয় অস্ত্রও পাওয়া যায়। সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অন্তর ইজিবাইক চালাতেন। তার ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এইউএ