সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন ধরনের আট লাখ ৬১ হাজার পিস ভারতীয় ওষুধ একটি জঙ্গল থেকে জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। তবে এসময় এ ওষুধ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন মাটিনাঙ্গার ১০নং ইসলামপুর মেম্বার টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
জানা যায়, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসানের নেতৃত্বে মাটিরাঙ্গার পূর মেম্বার টিলা এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাত বস্তা ওষুধ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মালামাল মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধপথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, ‘চোরাকারবারিদের যেকোনোভাবে প্রতিরোধ করা হবে। জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা হবে।’
বাংলা৭১নিউজ/জিকে