বাংলা৭১নিউজ,পাবনা প্রতিনিধি: সরকারের আহ্বানে সাড়া দিয়ে ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থী নেতাকর্মী আত্মসমর্পণ করছে কাল। পাবনায় আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে অস্ত্র জমা দেয়ার মাধ্যমে চরমপন্থীরা আত্মসমর্পণ করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু রোববার পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পাবনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৫ জেলা থেকে ৬ শতাধিক চরমপন্থীকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হচ্ছে।
জেলাগুলো হচ্ছে- পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট। তবে আত্মসমর্পণকারীদের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের একটি সূত্র জানায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আত্মসমর্পণকারী চরমপন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে আগের যেসব মামলা রয়েছে সেগুলো সহজিকরণ করে দেখা হবে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান আলোচক থাকবেন।
বাংলা৭১নিউজ/এস.বি