বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ৬ জন হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সৌদিপ্রবাসী আলহাজ্ব ফরহাদ হোসেন।
সোমবার নলডাঙ্গা ব্রিজের চারমাথায় আয়োজিত অনুষ্ঠানে সোনাপাতিল গ্রামের সৌদিপ্রবাসী আলহাজ্ব ফরহাদ হোসেন এ হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সাহেব আলী, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান, মজিবর রহমান প্রমুখ।
এর মধ্যে দুই পা এক হাত নেই অদম্য মেধাবী এইচএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলাম কেই একটি হুইল চেয়ার দেওয়া হয়। এর আগে আরোও ১২০ জন হতদরিদ্র অসহায় প্রতিবদ্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সৌদিপ্রবাসী।
বাংলা৭১নিউজ/জেএস