মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

ছয় ঘণ্টা পর শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৫২৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে বিমানবন্দর সড়ক অবরোধের ছয় ঘণ্টা পরেই তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা ঘাতক বাসের চালক ও সহকারীকে বিচারের আওতায় আনার দাবি জানান।পাশাপাশি, সড়ক দুঘর্টনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান অনেকেই।

এক শিক্ষার্থী বলেন, ‘যে এই পরিবহনের মালিক, তাঁকে এখানে আসতে হবে এবং বেপরোয়া যে বাস চালায়, একটা নতুন নিয়ম করতে হবে। আর এখানে একটা ওভারব্রিজ চালু করতে হবে।’ সকালে অবরোধের ফলে বন্ধ হয়ে যায় এয়ারপোর্ট রোডের দুই পাশের যান চলাচল।

বিক্ষোভরত আরেক ছাত্র বলেন, ‘এ দেশে আইন আছে। আইনের প্রয়োগ নেই। মেয়র আনিসুল হক যে, একটি সিস্টেমে যে বাসগুলিকে একটি আওতায় আনতে চেয়েছিলেন, আজকে যদি সেটা হতো, তাহলে এই প্রতিযোগিতা হতো না।’

গতকাল রোববার রাজধানীর কুর্মিটোলার এয়ারপোর্ট রোডে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। এ ছাড়াও আহত হন আরো চারজন। পরে, এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বাসে আগুন ধরিয়ে দেয়, শতাধিক বাস ভাঙচুর করে। এ সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

নিহত দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।পরে র‍্যাব এ ঘটনায় দুই চালক এবং দুজন সহকারীকে আটক করে। আজ বিকেলে ক্যান্টনমেন্ট থানায় তাঁদের হস্তান্তর করার কথা রয়েছে।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার সিএমএম আদালতে চার আসামিকে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com