বাংলা৭১নিউজ,(জয়পুরহাট)প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত সন্দেহে ছেলের মরদেহসহ তার মাকে জোর করে সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনায় দূরপাল্লার আহাদ পরিবহনের সেই বাসটি জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতেই পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাগজানার একটি বাঁশঝাড়ের ভেতর লুকিয়ে রাখা বাসটি উদ্ধার করা হয়। তবে বাসচালক ও সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নওগাঁগামী আহাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটিতে অসুস্থ ছেলে মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে তার মা সোহাগী বেগম বাড়িতে আসছিলেন। বাসের ভেতর ঘুমিয়ে থাকাবস্থায় মারা যান মিজানুর রহমান। বাসচালক ও সহকারীকে মিজানুর রহমানের মা তার ছেলের মৃত্যুর ঘটনাটি জানান।
বিষয়টি জানতে পেরে তারা মিজানুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহ করে মরদেহসহ তার মাকে রাতেই জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাট সদরের হিচমিবাজারের পাশে জোর করে নামিয়ে দিয়ে যান।
এ ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা হয়।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার রাস্তায় সব গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এ সময় সুযোগ বুঝে রাতের অন্ধকারে বিপদেপড়া যাত্রীর কাছ থেকে অধিক ভাড়া নিয়ে আহাদ এন্টারপ্রাইজ নামের ঢাকা কোচটি যাত্রী আনা-নেয়া করে আসছিল।
আহাদ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।
বাংলা৭১নিউজ/এফএস