সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল : বাণিজ্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ সন্ধ্যা থেকেই গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং বিদেশি নেতারা পা রাখতেই বিমান হামলার সাইরেন বাজলো কিয়েভে দুর্ঘটনায় নিহত ডিপিডিসি কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, অর্ধশতাধিক রিসোর্ট-দোকান পুড়ে ছাই স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন ওএসডি ও বাধ্যতামূলক অবসর আতঙ্কে দুর্নীতিবাজ কর্মকর্তারা শিক্ষা ভবন মোড়ে মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী-পুলিশ সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত কাজ করে যাবে সেনাবাহিনী বাঁচামরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু সাবেক এমপি হেনরীর ২০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট : আইজিপি

ছেলের রেখে যাওয়া অস্ত্র দিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল হোসেন বাহার (৪৭) নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। তিনি বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই বাড়ির মৃত নূর মিয়ার ছেলে।

নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন বাহারকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটকের সময় তার থেকে একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেন বাহারের ছেলে বাঁধন বর্তমানে প্রবাসে আছেন। তিনি দেশে থাকার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে চলাফেরা করতেন এবং অস্ত্র নিয়ে বিভিন্নস্থানে মহড়া দিতেন। ছেলে বিদেশ যাওয়ার সময় সেই অস্ত্র বাবা আবুল হোসেন বাহারকে দিয়ে যান। পরে বাহারও সেই অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি করতেন।

বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, আবুল হোসেন বাহার বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বসুরহাট বাজারের কলেজ রোডে ওয়ার্কশপের ব্যবসা করে। অস্ত্রসহ বাহারকে আটক করার বিষয়টি শুনেছি। তবে তিনি অস্ত্র কোথায় পেলেন তা জানি না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে আবুল হোসেন বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে, আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com