বাংলা৭১নিউজ,(রংপুর)প্রতিনিধি: রংপুরে ছেলের মোটরসাইকেলে থেকে পড়ে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম রাশিদা (৪৫)।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর ঢাকা- রংপুর মহাসড়কে ট্রাকস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাশিদা বেগম ছেলে মিলুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ট্রাকস্ট্যান্ডের কাছে গেলে ছেলে মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশিদা বেগম। এসময় পিছন দিকে থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৭৪৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোতয়ালি থানার এসআই মোর্শেদ আলম বলেন, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/আইএম