বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ ১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১ হাজার কোটি টাকার দুর্নীতি হেফাজতে ইসলামের একপক্ষের কমিটি ঘোষণা, অন্যপক্ষের প্রত্যাখ্যান এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করা আ.লীগ নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে সিইউজের স্মারকলিপি টেস্ট ক্রিকেটে জো রুটের বিশ্বরেকর্ড গণপিটুনিতে রেনু হত্যা: একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪ গোয়ালন্দে পদ্মায় ভাঙন, ঝুঁকিতে বসতবাড়ি-স্কুল এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ১০০ বছরের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে ‘মিল্টন’: বাইডেন রেনু হত্যা মামলার রায় আজ

ছেলের গুলিতে মা নিহত: স্বামীর রেখে যাওয়া সম্পদই কাল হলো জেসমিনের

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

স্বামী মারা গেছেন এখনো ৪০ দিনও পার হয়নি। এরই মধ্যে নিজ ছেলের গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং জাতীয় পার্টির প্রভাবশালী নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫৫)। মূলত মারা যাওয়ার আগে শামসুল আলম তার আড়াই কোটি টাকা এবং অন্যান্য সম্পদ লিখে না দেওয়ার ক্ষোভ থেকে ছেলে মাইনুল (৩০) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) নিহতের মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী শায়লা শারমিন এ অভিযোগ করেন।

শায়লা শারমিন বলেন, ‘মূলত টাকা ও সম্পত্তির জন্যই আমার মাকে আমার ভাই মাইনুল হত্যা করেছে। আমার বাবা মারা গেছেন এখনো ৪০ দিন পার হয়নি। এরই মধ্যে আমার ভাই, তার স্ত্রী, শাশুড়ি এবং আমার এক ফুফাতো বোন আমার মাকে সম্পত্তি ও টাকার জন্য মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলো। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বাবার ব্যাংকে রেখে যাওয়া আড়াই কোটি টাকা নিজের নামে লিখে দেওয়ার জন্য আমার মাকে চাপ প্রয়োগ করে মাইনুল। আমার মা তাতে রাজি না হওয়ায় বাড়িতে থাকা পিস্তল দিয়ে মায়ের মাথায় গুলি করে মাইনুল।’ 

তিনি আরো বলেন, ‘ঘটনার সময় আমি অন্য একটি কক্ষে ছিলাম। গুলির শব্দ শুনে এসে মায়ের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে চিৎকার দেই। এরই মধ্যে মাইনুল পালিয়ে যায়।’ 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ‘মাইনুলের গুলিতে জেসমিন আক্তার নিহত হয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ঘটনার পর থেকেই মাইনুল পালাতক। তাকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।’

পটিয়া থানা পুলিশ জানায়, ঘাতক মাইনুলের ঘর থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি পিস্তলের গুলির খোসাও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুল আলম মাস্টার গত ১৩ জুলাই মারা যান। তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে শায়লা শারমিন ও ছেলে মাশফিকুর আলম মাশফী অস্ট্রেলিয়ায় বসবাস করেন। অপর ছেলে মাইনুল বসবাস করেন চট্টগ্রাম মহানগরীতে। সপ্তাহ খানেকের মধ্যে মেয়ে শারমিনের সঙ্গে মা জেসমিন আক্তারের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com