বাংলা৭১নিউজ, ঢাকা: বেঁচে থাকলে বয়স হতো ৪৭ বছর। কিন্তু দেড় বছরেরও বেশি সময় আগে না ফেরার দেশে চলে গেছেন আরাফাত রহমান কোকো। তাই ছোট ছেলের জন্মদিনে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অশ্রুসিক্ত চোখে গিয়ে হাজির তার কবরে।
শুক্রবার সন্ধ্যার পর বনানীতে কোকোর কবরে যান খালেদা জিয়া। জিয়ারত শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন। পরে বেশ কিছুক্ষণ ছেলের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল।
কবর জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, ওরামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।
২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
বাংলা৭১নিউজ/এসএম