বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলায় গরু চরানোকে কেন্দ্র করে নীল উৎপল (২৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন প্রতিবেশী যুবক ইমন শেখ (১৯)। ঘটনার পর এলাকাবাসীর গণপিটুনিতে ইমন শেখের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার বাজুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকেলে বাজুয়া এসএন ডিগ্রি কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে কলেজের লাইব্রেরিয়ান সুকুমার রপ্তানের ছেলে নীল উৎপলের সঙ্গে একই এলাকার বাদল শেখের ছেলে ইমনের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে ইমন ছুরি নিয়ে নীলের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নীলের মৃত্যু হয়। নীলের বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ইমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী।
দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার বিকেলে নীল ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে ইমন ছুরিকাঘাত করে নীলকে হত্যা করেন। পরে এলাকাবাসী ইমনকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনারা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ইমনকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে তিনি মৃত অবস্থায় ছিলেন।
বাংলা৭১নিউজ/এফএ