শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি চাকরিজীবীসহ অন্যান্য চাকরিজীবীদের ছুটির শেষ দিন ছিলো শনিবার। আজ প্রথম কর্মস্থলে যোগ দিবেন তারা।

তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফেরা মানুষের ভিড় শনিবার সকাল থেকেই শুরু হলেও এ ভিড় বাড়তে থাকে বিকেল থেকে।
আর সন্ধ্যার পর থেকে রাজধানীতে ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

নাড়ির টানে ঈদে যারা ঘরমুখো হয়েছিলেন তারা এখন আবার রাজধানীমুখী। ফলে শনিবার রাজশাহী থেকে ঢাকামুখী সড়ক, রেলপথে ছিল প্রচণ্ড ভিড়। রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টার, ট্রেন স্টেশনে ঘুরে এ চিত্র চোখে পড়ে।

তবে ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া মানুষের পথে পথে যানজট, রেলওয়ের অগ্রিম টিকিট নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল এবার অনেকটাই সে চিত্র পাল্টেছে। তবে রাজধানীতে ফিরা মানুষে প্রচণ্ড ভিড় থাকায় অনেকেই নির্দিষ্ট দিনের বাসের কাঙ্খিত টিকিট পায়নি বলে অভিযোগ যাত্রীদের।

রাজশাহী থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বেসরকারি চাকরিজীবী নূরুন নাহীদ মো. হাবীব। তিনি বলেন, কাল থেকে অফিস শুরু হবে যে কারণে আজই ফিরতে হচ্ছে, তবে এই দিনে মানুষের বেশি ভিড় থাকায় ভালো বাসের টিকিট পায়নি। বাধ্য হয়েই লোকাল বাসে ফিরতে হচ্ছে।

কর্মক্ষেত্রে যোগ দিতে একই বাসের যাত্রী নাজিম উদ্দিন বলেন, ঈদের পর রাজধানীতে ফেরা মানুষের অতিরিক্ত চাপ থাকে। আর এটাকে পুঁজি করে লোকাল কোয়ালিট বাস রাজধানীতে যাত্রী নিয়ে ঢুকে। আর যাত্রীদের কাছ থেকে বেশি টাকা ভাড়া আদায় করে প্রত্যকবার।

তিনি উদাহরণ টেনে বলেন, রাজশাহী থেকে ঢাকার ভাড়া ৪৫০ থেকে শুরু করে ৫৬০ টাকা হলেও কিছু কিছু লোকাল বাস যাত্রীদের কাছে থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা নিচ্ছে এসময়। কিন্তু কি করার এসব উপেক্ষা করেই আমাদের যেতে হচ্ছে।

এদিকে বাস কাউন্টারে দায়িত্বরতদের মতে, ঢাকামুখী মানুষের ভিড় আজ ও সোমবারও যাত্রীদের এ ভিড় থাকবে।

অন্যদিকে আজ অফিস-আদালত শুরু হওয়ার মধ্যে দিয়েই রাজধানীতে গাড়ির হর্নের শব্দ, কর্মব্যস্ত মানুষ, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ পেতে শুরু করবে নগরবাসী।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com