বাংলা৭১নিউজ, ঢাকা: গ্রীষ্মকালীন, মাহে রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। খোলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হল।
আজ থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য দপ্তরের উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান।
তিনি বলেন, ৩৫ দিন ছুটি শেষে আগামীকাল থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৪ জুন ২০১৭ থেকে ৮ জুলাই ২০১৭ শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস