সাপ্তাহিক ছুটির দিনে লাখো পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই সাগরতীরে।
প্রতিটি পয়েন্টে পর্যটকদের আনন্দ আর উচ্ছ্বাস যেন বাঁধভাঙা। পরিবার-পরিজন নিয়ে অবসরে দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে এসেছেন বলে জানান তারা।
এক পর্যটক বলেন, ‘করোনাকালীন আমরা সবাই গৃহবন্দী ছিলাম। দীর্ঘ সময় করোনার প্রকোপ অনেকটা কমে আসার ফলে পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার আসলাম।
এদিকে করোনা পরিস্থিতির মাঝেও স্বাস্থবিধির কোনো বালাই নেই সৈকতে। তবে ট্যুরিস্ট পুলিশ মাস্ক পড়া ও স্বাস্থবিধি মানতে সৈকতে সচেনতামূলক মাইকিং করছে। আর সন্ধ্যার পরই জমে উঠছে সৈকত এলাকার দোকানগুলোর বেচাকেনা।
ট্যুরিস্ট পুলিশের এক সদস্য বলেন, ‘আমরা মাইকিং সবাইকে সচেতন করার চেষ্টা করছি। সবাইকে বলতেছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।
বাংলা৭১নিউজ/সর