রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে ট্রাফিক পুলিশ। এটাই চিরচেনা রূপ। বুধবার (১৫ মে) রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিকের এএসআই নূর ইসলামের সামনে ঘটে ভিন্ন এক ঘটনা। যেখানে দায়িত্ব পালন করছিলেন সেখানেই তাকে ছুটতে হয়েছে ছিনতাইকারী ধরতে।
বুধবার দুপুর ১২টার দিকে তেজগাঁও ট্রাফিক জোনের এএসআই নূর ইসলাম কারওয়ান বাজার সিগনালে ডিউটি করছিলেন। ছিনতাইকারীকে ছিনতাই করে পালাতে দেখেন। পেছনে শোনেন ভুক্তভোগীর সহযোগিতায় চিৎকার। ধাওয়া করেন তিনি। ছিনতাইকারীকে ধরতে না পারলেও উদ্ধার করেন ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা।
ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস জানান, ডেমরা সারুলিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দা মো. মনিরুল হক সকালে কাজে এসেছিলেন কারওয়ান বাজারে।
লাখ টাকা নিয়ে কেনাকাটা করতে আসা মনিরুল দুপুর ১২টার দিকে ফেরার উদ্দেশে কারওয়ান বাজার মোড়ে যাচ্ছিলেন।
বাসে ওঠার সময় পকেট থেকে ছিনতাইকারী ৫০ হাজার টাকার একটি বান্ডেল নিয়ে দৌড় দেয়। ছিনতাইকারীর কবলে পড়ার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী মনিরুল চিৎকার শুরু করেন।
এ সময় সোনারগাঁও-১ সিগনালে ডিউটিতে ছিলেন এএসআই নুর ইসলাম। তার নজরে আসার পর সিগনাল ছেড়ে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন। অনেক দূর যাওয়ার পর একপর্যায়ে ছিনতাইকারী ধরা পড়ার ভয়ে টাকা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
প্রায় হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে ভুক্তভোগী এএসআই নূর ইসলামের পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিএমপির ট্রাফিক পুলিশের প্রতি।
মনিরুল হক জানান, টাকাটা প্রায় হাতছাড়াই হয়েছিল। ভাবিনি টাকা ফেরত পাব। চিৎকারে কেউ এগিয়ে আসেনি। ট্রাফিক সিগনালে ডিউটিরত এএসআই নূর ইসলাম এগিয়ে আসেন, ধাওয়া করে আমার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে দেন।
বাংলা৭১নিউজ/এসএইচ