কুমিল্লায় অস্ত্রসহ জাকির (৩৮) ও লিটন (৪২) নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত হয়েছে বলে দাবি তাদের।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী। সোমবার রাতে শহরতলীর পৃথক এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সদস্যের একটি টহল দল আদর্শ সদরের পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। এতে প্রথমে জাকিরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অবৈধ ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। অপরাধীরা স্বীকার করেন, এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।
সেনাবাহিনী আরও জানায়, ‘তাদের এই সাহসী ও নিরলস প্রচেষ্টায় কুমিল্লা শহরের নিরাপত্তা এবং শান্তি রক্ষার জন্য একটি বড় সাফল্য। অভিযানের পর আটকৃতদরে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।
এছাড়া শহরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হয়।
বাংলা৭১নিউজ/এবি