বাংলা৭১নিউজ, সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের এক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মিজানুর রহমান নামের পুলিশের ওই কনস্টেবল নগরীর জালালাবাদ থানায় কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত ও সিএসই বিভাগের খেলা চলাকালে মিজানুর রহমান ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে’ অভিযোগ করেন ছাত্রীরা। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, অভিযুক্ত মিজানুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম