বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় মতিহার থানায় মামলা করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিভাগের সাধারণ সম্পাদক ইমরান আকাশ বাদী হয়ে ৬ পাহারাদার ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন। তবে আসামিদের নাম জানা যায়নি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কানন ও উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ ছাত্রলীগের আট নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের পাশে অবস্থিত লিচু বাগানে লিচু পাড়তে যায়। বাগানটি পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রহরী তাদেরকে বাধা দেন। কানন ও মেহেদীসহ সবাই ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দেয়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে প্রহরীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠি-বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর করে।
এদিকে খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে রড, স্ট্যাম্প নিয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে মারধরকারীরা পালিয়ে যান। ওই সময় নেতাকর্মীরা প্রহরীদের থাকার জন্য তৈরি করা মাচায় আগুন ধরিয়ে দেন।
মারধরের ঘটনায় মাহমুদুল হাসান কাননের দুই হাত ভেঙে যায় ও মেহেদী হাসানসহ বাকিরা গুরুতর জখম হন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, লিচু পাড়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববদ্যিালয় শাখা ছাত্রলীগ গতকাল রাতে একটি মামলা দায়ের করেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সবাই এখনও রামেক হাসপাতলে চিকিসাধীন।
বাংলা৭১নিউজ/এলএ.এফএ