বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার একটি স্মরণিকা প্রকাশ করে। ওই স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানের লেখা ‘স্মৃতি অম্লান’ শিরোনামে নিবন্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে তিনি লিখেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’
এর প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা শুক্রবার দুপুরে ভিসির বাসভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ করছিল। বিকেল তিনটার দিকে বাসায় ঢোকার পথে বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য আরেফিন সিদ্দিক।
উপাচার্যের দেহরক্ষী আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে ছাত্রলীগের নেতাকর্মীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার গাড়ির কাঁচ ভাঙচুর করে। ভিসি অক্ষত থাকলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভিসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে বিফল হন। পরবর্তীতে উপাচার্য গাড়ি নিয়ে বাসভবনে ঢুকতে সক্ষম হন। অবশ্য ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে।
খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। তবে তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, হামলার পর উপাচার্য স্যারকে নিরাপদেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে টিএসসিতে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভা চলাকালে রেজাউরের লেখাটি ছাত্রলীগের কয়েকজন নেতার দৃষ্টিতে এলে এ নিয়ে ছাত্রলীগ নেতা ও শিক্ষকেরা প্রতিবাদ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে স্মরণিকা কমিটিও বাতিল ঘোষণা করেন।
সভা শেষে দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তার কার্যালয়ে তালাবন্দী করে রাখেন। তারা স্মরণিকায় আগুন ধরিয়ে দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ঘটনাস্থলে গিয়ে রেজাউর রহমানকে তালামুক্ত করে বের করে নিয়ে যান।
বাংলা৭১নিউজ/এম