বাংলা৭১নিউজ,ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটির ২৯তম এই সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কেন্দ্রীয় সম্মেলনের পাশাপাশি ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি এবং ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। সারাদেশ থেকে ছাত্রলীগের নেতারা এই সম্মেলনে অংশ নেবেন।
গত ৩১ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ছাত্রলীগের সম্মেলন যথাসময়ে না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কড়া নির্দেশে ছাত্রলীগ সম্মেলনের প্রস্তুতি শুরু করে।
শেখ হাসিনা জানিয়ে দেন তিনি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই সম্মেলন দেখতে চান। সবদিক বিবেচনা করে ছাত্রলীগ সম্মেলনের জন্য ১১ ও ১২ মে বাছাই করে নেয়।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। সে হিসেবে ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।
বাংলা৭১নিউজ/জেএস