শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

ছাত্রলীগকে পরগাছামুক্ত হতে হবে : কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগকে অনুপ্রবেশকারী ও পরগাছামুক্ত হতে হবে। কারণ, অনুপ্রবেশকারীরাই উন্নয়নে বাধার সৃষ্টি করে।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্রলীগকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সকল বাধা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার শপথ নিতে হবে। প্রধানমন্ত্রীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে আগে ছাত্রলীগকে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে যেই অপরাধ করবে তাকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে তাকে পুলিশের হাতে দিতে হবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রেখে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করা যায় না।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফেলে আসা বছরের হাঁটুভাঙা দল বিএনপি। নারায়ণগঞ্জে নিরপেক্ষ নির্বাচনে হারার পর তারা দিশেহারা হয়ে গেছে। তাদের নিয়ে আমাদের এখন কোনো মাথাব্যথা নেই।’

সভাপতির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘অতীতে ছাত্রলীগ যেভাবে দেশের নেতৃত্ব দিয়ে এসেছিল আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি। অতীতের ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রলীগ এগিয়ে এসেছে। আগামী দিনেও সকল অপশক্তির বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করার জন্যে ছাত্রলীগ প্রস্তুত আছে।’

তার বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রাক্তন ছাত্রনেতা ডা. দীপু মনি, আব্দুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, আহমেদ হোসেন, অসীম কুমার উকিল, নজরুল ইসলাম বাবু, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com