বাংলা৭১নিউজ,ঢাকা: এবার ছাত্রী নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবদেনে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে গত ১০ এপ্রিল ছাত্রলীগ তাৎক্ষণিক সংগঠন থেকে এশাকে বহিষ্কার করে। পরদিন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে করে কর্তৃপক্ষ।
অবশ্য পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে ছাত্রলীগ এশার বহিষ্কারাদেশ তুলে নেয়। আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তার ছাত্রত্ব ফিরিয়ে দিলেন।
বাংলা৭১নিউজ/জেএস