বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লকন্দর আলী (৩৪)। পুলিশের দাবি, লকন্দর কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে। সে সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর-হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি সিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাত প্রায় দেড়টার দিকে ভূইগাঁও এলাকায় ডাকাতদলের সাথে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এমএস