বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: ছাগলে সিমগাছ খাওয়া কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলায় এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে। তার নাম মমতাজ বেগম (৬৫)।
মঙ্গলবার সকালে উপজেলার কোদালিয়া উওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে ছাগলে সিমগাছ খাওয়ায় ঝগড়ার জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বৃদ্ধার বাড়িতে ঢুকে প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে বায়েজিদ (২১) ও তানভিরসহ (১৯) কয়েকজন। এসময় তারা এ হামলা চালিয়ে কুপিয়ে ওই বৃদ্ধাকে আহত করেন।
ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, বৃদ্ধ মমতাজ বেগমের উঠানের সিমগাছ খাওয়া কেন্দ্র করে ছাগল মালিকের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবে সেটি মীমাংসাও হয়।
এর জেরে পরবর্তীতে মঙ্গলবার সকালে পরিকল্পিতভাবে নুরুল ইসলামের ছেলে সদলবলে তানভীর ও বায়েজিদ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে বৃদ্ধার বাড়িতে ঢুকে ও তার ওপর হামলা চালায়।
একজন অসহায় বৃদ্ধা নারীকে এমন অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর কাছে ঘটনাটি শুনেছি, লিখিতভাবে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমএ