বাংলা৭১নিউজ, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ওহিদুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া বাজারে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন ইউপি মেম্বর ইসমাইল হোসেন (৪৮)। নিহত ওহিদুল ইসলাম চেয়ারম্যান আলী হোসেন অপুর দেহরক্ষী ও উপজেলার খামারমুন্দিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে।
এছাড়া তিনি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়।
এরই জের ধরে রাত ১০টার দিকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ওই কার্যালয়ে ওহিদুল ইসলাম প্রবেশ করামাত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউপি মেম্বার ইসমাইল ও ওহিদুলকে জখম করে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ওহিদুল মারা যান।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস