বাংলা৭১নিউজ ডেস্ক: চন্দ্রমাসের তারিখ ও আকাশে চাঁদ দেখা গেলে বাংলাদেশের মানুষ আগামীকাল সোমবার ঈদ পালন করবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চ্ট্রগ্রাম,শরীয়তপুর ও চাঁদপুরের শতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন হচ্ছে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশত গ্রামের অনেক মানুষের আজ রোববার ঈদ পালন করছে।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে থেকে রোজা পালন ও একদিন আগে ঈদ পালন করে থাকেন।
শরীয়তপুরের ২০ টি গ্রামে ঈদ উদযাপন: শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও জেলার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর কামাল নূরী জানান, দরবার শরিফের পীর জানশরিফ মাওলানার সময় থেকে সৌদি আরব ও বিশ্বের অন্য দেশের সঙ্গে মিল রেখে তাঁরা ঈদ পালন করে আসছেন। ৫০ বছর ধরে এভাবে সেখানে ঈদ পালন করা হচ্ছে।
চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদ উদযাপন: এদিকে, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৪০টি গ্রামেও ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সেখানেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস