সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্টে রহিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার খাষপুকুরিয়ার ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিমা বেগম ওই গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, সোমবার ভোরে সাহরি খাওয়ার জন্য উঠলে ওই নারী দেখতে পান হাল্কা ঝড়ে বাড়ির কলা গাছে বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন জ্বলছে।
পরে ওই কলা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।