বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরগরম বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুর নির্বাচনী আসন-৩। এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সফল মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
প্রতিদিন হাজার হাজার চরাঞ্চলের নেতাকর্মীরা চৌধুরী কামাল ইবনে ইউসুফের কমলাপুরের বাড়ি ময়েজ মঞ্জিলে এসে উঠান বৈঠক করছে। এ উঠান বৈঠকের নেতৃত্ব দিচ্ছে তার উত্তরসূরী ফরিদপুরের অগ্নিকণ্যা ও বিএনপির নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ।
অপরদিকে ১২টি তৃণমূল নেতাকর্মীদের দাবী মনোনয়ন বঞ্চিত ও কিছু হেভীওয়েট নেতারা অনুরাগে চুপচাপ ঘরে বসে আছে। তারা এখন মুখ খুলছে না এবং নেতাকর্মীদের সাথে কোনো যোগাযোগ করছে না। তৃণমূল নেতাকর্মীরা তাদের নিয়ে সরাসরি নির্বাচনী মাঠে থাকতে চান।
ওই সকল নেতাদের সাথে রয়েছেন কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু, যুবদলের সদ্যবিদায়ীয় ফরিদরপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফুননবী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোদারেরস আলী ইছা। তৃণমূল নেতাকর্মীরা বলেন, এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ এ আসনে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। তবে উপরোক্ত নেতাদের সহযোগিতা একান্ত কাম্য। অন্যথায় আমাদের জন্য এ নির্বাচনে বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়বে।
তাই বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি আমাদের জোড়ালো দাবী তারা যেন মনোনয়ন বঞ্চিত ও অনুরাগী নেতাদেরকে একত্রিত করে নির্বাচনী মাঠে নামার ব্যবস্থা করেন।
বাংলা৭১নিউজ/জেএস