কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্র দখল করে ভোট দেওয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ১২টায় ৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মো. ফিরোজের (মুরগী) সমর্থকরা কেন্দ্রের ২নং বুথ দখল করে অবৈধ সিল মারতে থাকে। এ সময় আপর প্রার্থী আমান উল্লাহর (তালা) সমর্থকরা প্রতিবাদ করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমান ককটেল বিস্ফরণ এবং ইটপাটকেল ছুড়ে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/জিকে