হরর, রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘চোখ’র ট্রেলার প্রকাশ করা হয়েছে। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন বুবলী, নিরব ও রোশান।
আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ছবিটি আগামী ১ অক্টোবর মুক্তি পাবে। ‘চোখ’-এর চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। প্রযোজনায় রয়েছেন শাপলা মিডিয়ার পরিচালক সেলিনা বেগম। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে।
শুটিং শেষ হওয়ার পর চলতি বছরের জুনে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সে সময়ই ছবিটি আনকাট ছাড়পত্র পায়।
বাংলা৭১নিউজ/এসএইচ