বাংলা৭১নিউজ, ঢাকা: ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তবে চোখের সমস্যার কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারেননি।
খালেদা আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন উল্লেখ করে আজ একটি পিটিশন দাখিল করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ রহমান তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ।
পিটিশনে বলা হয়, দরখাস্তকারী (খালেদা জিয়া) ৭১ বৎসর বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। তার চোখে সমস্যা রয়েছে। চোখের সমস্যা বৃদ্ধি পাওয়ায় এবং বাইরে ধূলাবালির জন্য ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দরখাস্তকারী শারীরিকভাবে বেশ অসুস্থ হওয়ায় অদ্য বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেন নাই। ফলে সময় দেওয়া আবশ্যক।
রাজধানীর দারুস সালাম থানার আটটি, যাত্রাবাড়ী থানার একটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় আজ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
বাংলা৭১নিউজ/সিএইস