সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর বিসিএসে বয়স বৃদ্ধিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিল চিকিৎসকরা সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের বিএনপি নেতার মৃত্যুর খবরে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

চেয়ার তুলে ছোঁড়াছুঁড়ি, দ্রুত সভামঞ্চ ত্যাগ মোদির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: মেদিনীপুরের পর ঠাকুরনগর। বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় ফের বিশৃঙ্খলা। দর্শকদের ভিড়ের চাপে বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই ভিআইপি জোন থেকে প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয় ‘ডি-জোন’-এ শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। পদপিষ্ট হওয়ার আশঙ্কায় ব্যারিকেড টপকে হুড়মুড়িয়ে অসংখ্য মহিলা ও পুরুষ ডি জোনে ঢুকে পড়েন। যা দেখে প্রধানমন্ত্রীও কার্যত হকচকিয়ে যান। হিমশিম খেতে হয় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কর্তা থেকে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদেরও। ভিড়ের চাপে এদিন অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এমনকী, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বুঝে নিজের ভাষণ কাটছাঁট করেই সভামঞ্চ ত্যাগ করেন মোদি। 

উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই মেদিনীপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণ চলাকালীনই দর্শকদের মাথার অস্থায়ী ছাউনির একাংশ ভেঙে পড়ে। একইভাবে পদপিষ্ট হওয়ার আশঙ্কায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। প্রায় ৯০ জনের বেশি জখম হয়েছিলেন। কিন্তু, ওইদিন নিজের বক্তব্য কয়েক সেকেন্ডের জন্য থামালেও কাটছাঁট করে সভামঞ্চ ত্যাগ করেননি মোদি। কিন্তু, এদিন বিশঙ্খলা চরমে পৌঁছনোর আগেই ভাষণ শেষ করে হেলিপ্যাডের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী।

এদিন মঞ্চে মোদি ওঠার প্রায় দু’ঘণ্টা আগেই ১৯ বিঘা আয়তনের কৃষিজমিতে তৈরি সভাস্থল কানায় কানায় ভরে ওঠে। দর্শকমন জিততে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ শুরু করেন। সঙ্গে সঙ্গেই মোদি ধ্বনি ও সহস্র করতালিতে গমগম করে সভাস্থল। কিন্তু, তার কিছুক্ষণ পরই ছন্দ কাটে সভার।

স্রোতের মতো দর্শক ঢুকতে থাকায় ভিড় বেসামাল হয়ে ওঠে। সভামঞ্চের সামনে অবস্থিত ভিআইপি জোনে আছড়ে পড়ে পিছনের দর্শকরা। ফলে চেয়ারে বসা ভিআইপি জোনের মানুষজন উঠে পড়তে বাধ্য হন। হইচই এবং চিৎকার শুরু হয়। পরিস্থিতি শান্ত করার জন্য খোদ প্রধানমন্ত্রী মঞ্চ থেকে ঘোষণাও করেন, আপনারা শান্তি বজায় রাখুন। এই মাঠ ছোট হয়ে গিয়েছে। আপনারা যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন, সেখানেই থাকুন। যদিও ভিড়ের চাপে ভয়ে দেশের প্রশাসনিক প্রধানের আবেদনও কেউ শোনেননি।

মুহূর্তের মধ্যে ভিআইপি জোনে আরও কয়েকগুণ চাপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর মঞ্চের সামনে ডি জোনের দিকে শুরু হয় চেয়ার ছোঁড়াছুঁড়ি। মহিলারা ব্যারিকেড টপকে মঞ্চের সামনে লাফ দেন। তাতে অনেকে জখমও হন। তাঁদের অনেকের কোলে শিশুও ছিল। বহু মানুষ মঞ্চের সামনে অসুস্থ হয়ে শুয়ে পড়েন।

এদিকে, ব্যারিকেড টপকে বিপুল সংখ্যক মানুষ সভামঞ্চের সামনে ঢুকে পড়লেও পুলিস আটকাতে পারেনি বলে অভিযোগ। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বাংলা৭১নিউজ/সূত্র:বর্তমান অনলাইন/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com