বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালমারি গ্রামে সড়ক দুর্ঘটনায় মারফত আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত রবজেল আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, মারফত আলী একটি আলমসাধুতে চড়ে চুয়াডাঙ্গার দিক থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। আলমসাধুটি সদর উপজেলার বোয়ালমারি গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই দুর্ঘটনায় মারফত আলী গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এমএস