বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবজি ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি নিষ্ক্রিয় করার জন্য উপজেলার ঘোলদাড়ি ক্যাম্পে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার আইলহাস ইউনিয়নের টাকপাড়া গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করা হয় বোমা।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা পুলিশকে জানান, টাকপাড়া গ্রামের আমজাদ মোল্লার সবজি ক্ষেতে দু’টি বোমা পড়ে রয়েছে। ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা উদ্ধার করে।
ওসি জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমা দুটি রেখে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
বাংলা৭১নিউজ/এফএফ