চুয়াডাঙ্গায় মতিয়ার রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) সকালে জীবননগর উপজেলার দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মতিয়ার রহমান জীবননগর উপজেলার দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, আমরা অভিযুক্ত মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
তবে প্রাথমিকভাবে জানা গেছে, ওই মেয়েকে অনৈতিক প্রস্তাব দিলে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ