বাংলা৭১নিউজ,মেহেরপুর : চুয়াডাঙ্গার দামুড়হুদায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাকিবুল ইসলাম মেম্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাকিবুল স্কুলছাত্র সজীব হত্যা মামলার প্রধান আসামি। তিনি সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের উপপরিচালক মেজর মনির আহমেদ বলেন, শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে রাকিবুলের সহযোগীরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে তারা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। রাকিবুল দামুড়হুদায় স্কুলছাত্র সজীব হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস